Ajker Patrika

রাজধানীতে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে বাসের কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে পেছনের সিটে বসা ওই এসবি সদস্য কাচ ভেঙে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার বিকেল ৫টায় বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে ঘটনাটি ঘটে। 

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩০)। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকশিবাজার বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় অন্য যাত্রীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে বাস যাত্রী মুশফিকুর রহমান বলেন, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিকে ধাক্কা লাগে। এতে বাসের পেছনে থাকা গ্লাস ভেঙে ওই ব্যক্তির ওপরে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

হাসপাতালে তোফাজ্জল হোসেনের বন্ধু ইমরুল হাসান বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কোনাভাওয়াল গ্রামে। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মুগদার মান্ডায় ভাড়া থাকতেন এবং স্পেশাল ব্রাঞ্চের সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত