Ajker Patrika

যুবকের মরদেহটি হাতিরঝিলে ভাসছিল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪: ৪৯
যুবকের মরদেহটি হাতিরঝিলে ভাসছিল  

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে মরদেহটি ভাসছিল। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। মরদেহটি দেখে বোঝা যাচ্ছে, দুই দিন আগে থেকে পানিতে ছিল। 

তিনি আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া মরদেহের কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় এবং কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

উদ্ধারকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহতের পরনে ছিল কালো একটি ফুল হাতা শার্ট ও পুরোনো একটি জিনস প্যান্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত