Ajker Patrika

দুদকের সহকারী পরিচালক আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের সহকারী পরিচালক আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বললেন হাইকোর্ট

ঘুষ দাবির অভিযোগ ওঠায় দুদকের সহকারী পরিচালক মো. আলমগীরকে সংশ্লিষ্ট মামলার তদন্ত থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন আদালত। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ রায় দেন।

দুদকের একটি মামলা তদন্ত করার সময় আলমগীর আসামিপক্ষের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন বলে অভিযোগ উঠে। ওই ঘটনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন মামলার দুই আসামি। আসামিরা হলেন–ঢাকা জেলার সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের রেজিস্ট্রার মো. আব্দুল কুদ্দস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম। তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ওই আবেদনে সাড়া না দেওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন তারা।

রিটের শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে তদন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ মো. আব্দুল কুদ্দুস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। তবে নোটিশের উপযুক্ত জবাব না মেলায় গত বছরের ২২ অক্টোবর ওই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত