Ajker Patrika

টঙ্গিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৮
Thumbnail image

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাদবরের স্ত্রী শিউলি বেগম (৪৬) ও তাঁর মেয়ে পুতুলি আক্তার (২০)। এ ছাড়া পুতুলি আক্তারের কন্যা শিশু আনিসা আক্তার (২) আহত হয়। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গিবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নারী নিহত হন। তবে ট্রাক ও সিএনজিচালকদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। 

সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে মা-মেয়ের মৃত্যু হয়জানা জায়, পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মা শিউলি বেগম। 

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত