কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)।
৪ মিনিট আগেরাজশাহীর মো. সুরুজ (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। নিহত সুরুজ নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন। গ্রেপ্তার তিনজন হলেন-সুরুজের বোন জাহানারা বেগম (৫০),
৬ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করায় কাজী ফজলে এলাহী (২৪) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার জন্য কমিটির সভাপতি ও সম্পাদক’সহ অন্য নেতাদের দায়ী করছেন তিনি।
৭ মিনিট আগেকুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন ওরফে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ মিনিট আগে