Ajker Patrika

সিংড়া উপজেলা নির্বাচনের পুনরায় তফসিল চেয়ে রিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১: ০৮
সিংড়া উপজেলা নির্বাচনের পুনরায় তফসিল চেয়ে রিট 

আসন্ন নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে পুনরায় তফসিল ঘোষণা চেয়ে রিট দায়ের করা হয়েছে। ওই উপজেলা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মো. আসাদুজ্জামান নামে এক ব্যক্তি এই রিট দায়ের করেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ আবেদনটি শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী বি এম ইলিয়াস কচি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রীর হস্তক্ষেপের কারণে আমরা মনোনয়ন ফরম কিনতে পারিনি। তাই পুনরায় তফসিল চেয়েছি। সেই সঙ্গে নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অবৈধ হস্তক্ষেপের পরও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে দেলোয়ার হোসেনকে বিজয়ী ঘোষণা করা না হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত