Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে অটোরিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল অজিদ বাচ্চুকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছিনতাই করা অটোরিকশাটিও কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ মে) র‍্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পনা করে ঢাকায় আসেন। রাজধানীতে ছিনতাই সহজ হবে মনে করে যাত্রী সেজে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

১৬ মে মিরপুর ডিওএইচএসের ৪ নম্বর গেটের পাশে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, এটি অটোরিকশাচালক আব্দুল অজিদের মরদেহ। তদন্তে নেমে ঘটনার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। উদ্ধার করে ছিনতাই হওয়া অটোরিকশাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৌরভ সরকার (২০), ইয়াছিন মিয়া (২০), মুসা (২৫), দুলাল মিয়া (৩২) ও শাহজালাল (২৬)। সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, মুসা, সৌরভ ও ইয়াছিন বন্ধু এবং তাঁরা আগেও চুরি-ছিনতাইয়ের কাজে জড়িত ছিলেন। ঢাকায় এসে একটি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তাঁরা। ১৫ মে সন্ধ্যায় সৌরভ ও ইয়াছিন আগারগাঁও এলাকায় আসেন এবং মধ্যরাত পর্যন্ত একটি ‘টার্গেট’ খুঁজতে থাকেন। রাত ৩টার দিকে শ্যামলী ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে চালক বাচ্চুর অটোরিকশা ভাড়া নেন তাঁরা।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, পরে যানটি নিয়ে ৬০ ফুট পানির ট্যাংকি এলাকায় যান। সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা মুসাকে ওঠান তাঁরা। এরপর চালককে গাড়ি ঘোরাতে বলার পর বাচ্চু গাড়ি থেকে নামলে পেছন থেকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।

পরে তাঁরা মরদেহ নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘোরেন। একপর্যায়ে ডিওএইচএসের ৪ নম্বর অবকাশ ক্যানটিনের পাশের একটি প্রাচীর ঘেঁষে লাশ ফেলে দেন এবং সাভারে পালিয়ে যান। সেখান থেকে অটোরিকশাটি ধুয়ে পরিষ্কার করে তাঁরা তিনজন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। পথে পূর্বাচল পার হওয়ার পর চোরাই অটোরিকশা বিক্রেতা চক্রের সদস্য শাহজালাল ও দুলাল গাড়িতে ওঠেন এবং সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়া যান। পরদিন চক্রের নেতা আল আমিন এসে গাড়িটি ৪৫ হাজার টাকায় কিনে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যান। সেখানে গাড়ির রং ও কাভার পরিবর্তনের জন্য একটি ওয়ার্কশপে দেন। সেখান থেকেই অটোরিকশাটি উদ্ধার করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত