Ajker Patrika

রাজধানীর জুরাইনে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর জুরাইনে যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর জুরাইনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গোলাম রাব্বি (১৮) নামের এক যুবক। তাঁর স্বজনেরা জানান, মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ শনিবার সন্ধ্যায় কদমতলী জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত রাব্বি শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া গ্রামের হাবিব খানের ছেলে। দাদি হেলেনা বেগমের সঙ্গে জুরাইনের ওই বাসায় থাকতেন তিনি। পড়ালেখার পাশাপাশি একটি কারখানায়ও কাজ করতেন। তিন ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাব্বি। 

রাব্বির ফুফু মদিনা বেগম বলেন, ‘দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে গোসল করে খাবার খেয়ে বাইরে গিয়েছিল। সন্ধ্যার কিছু সময় আগে বাসায় ফিরে। এরপর রুমের লাইট বন্ধ করে শুয়ে ছিল। কিছুক্ষণ পর লাইট জ্বালিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো যায়নি।’ 

তবে কী কারণে আত্মহত্যা করেছে রাব্বি সেটি নিশ্চিত করতে পারেনি রাব্বির স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত