নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করতে পারছেন না। তিনি বলেন, আগেও এমন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ হয়নি। তাই এবারও একই ফল হতে পারে আশঙ্কায় সারা দেশের সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
সাব্বির আহমেদ আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং অন্য প্রতিনিধিদেরও দ্রুত চলে আসতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তাঁরা তখনই হুমকি দিয়ে রেখেছিলেন যে দাবি বাস্তবায়নে কোনো গড়িমসি দেখা গেলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন। সেই সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি বলেছিলেন, কর্তৃপক্ষকে সমর্থন জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির আহ্বায়ক পদে আছেন। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিভাগের কারিগরি অনুবিভাগের যুগ্ম সচিব।
ছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করতে পারছেন না। তিনি বলেন, আগেও এমন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ হয়নি। তাই এবারও একই ফল হতে পারে আশঙ্কায় সারা দেশের সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
সাব্বির আহমেদ আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং অন্য প্রতিনিধিদেরও দ্রুত চলে আসতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে তাঁরা তখনই হুমকি দিয়ে রেখেছিলেন যে দাবি বাস্তবায়নে কোনো গড়িমসি দেখা গেলে তাঁরা আবারও কঠোর আন্দোলনে নামবেন। সেই সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি বলেছিলেন, কর্তৃপক্ষকে সমর্থন জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। এই কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির আহ্বায়ক পদে আছেন। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিভাগের কারিগরি অনুবিভাগের যুগ্ম সচিব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এ হট্টগোল শুরু হয়। দিবাগত রাত ১টা ১০ মিনিটেও দুই পক্ষ সেখানে অবস্থান নিচ্ছিল।
৩৭ মিনিট আগেপুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হল ও মাস্টারদা সূর্য সেন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল। চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী...
১ ঘণ্টা আগেআদালত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের অভিযোগ, নির্ধারিত হারে চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়।
১ ঘণ্টা আগে