Ajker Patrika

পরিবহনশ্রমিকদের পাশে সাংসদ মাশরাফি বিন মুর্তজা

প্রতিনিধি, নড়াইল সদর (নড়াইল)
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৬: ০৮
পরিবহনশ্রমিকদের পাশে সাংসদ মাশরাফি বিন মুর্তজা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যানবাহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক শ্রমিককে খাদ্যসহায়তা দিয়েছেন তিনি। 

শনিবার নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে সাবান। 

জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেক আহম্মেদ খান জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্রমিকেরা বেকার বসে অসহায় জীবন যাপন করছেন। অনেকেই পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। সেই মুহূর্তে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার দেওয়া খাদ্যসহায়তা কিছুটা হলেও উপকারে আসবে। তবে শ্রমিকদের জন্য আরও খাদ্যসহায়তা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আশা করি শ্রমিকদের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে। 

মাশরাফির পক্ষে খাদ্যসহায়তা বিতরণ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত