নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।
কাভার্ড ভ্যান চুরি করে সেটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে চোর চক্র। ওই চক্রের তিন সদস্যকে শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানের অংশবিশেষ।
১৬ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও চাকরিচ্যুতির মাধ্যমে একটি ‘দলদাস আমলাতন্ত্র’ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা
১৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
২৮ মিনিট আগেচাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩০ মিনিট আগে