নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক ও আশাহত করার মতো’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। এটি জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান গর্বের অধ্যায় হিসেবে স্বীকৃত। তবে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল, যা পুলিশ বাহিনীর জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে বাহিনীর সদস্যরা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি-ভঙ্গকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা জনমনে হতাশা তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী এসব চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জনগণ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইস্পাতসম দৃঢ়তা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে।
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামগড়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কাজী রিপনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে।
২ মিনিট আগেএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে চিরতরে দুর্নীতিকে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরোনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ শেখ
৫ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
২৭ মিনিট আগেসম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা; যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে ক
২৯ মিনিট আগে