আজকের পত্রিকা ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থকে হত্যার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা-পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারেরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন (৫৭)।
কদমতলী থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গত ৮ নভেম্বর মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেপ্তার আহাদ আলী ও ইকবাল হোসেন এই হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থকে হত্যার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা-পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারেরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন (৫৭)।
কদমতলী থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গত ৮ নভেম্বর মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেপ্তার আহাদ আলী ও ইকবাল হোসেন এই হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
২৩ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩১ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
৩৯ মিনিট আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
৪৩ মিনিট আগে