Ajker Patrika

বিজয়নগরে টিভির গোডাউনে আগুন, দেখা দিয়েছে পানি সংকট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকার ৭১ হোটেলের পেছনে হা-মীম ইলেকট্রনিকসের একটি টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে পানি সংকট দেখা দেওয়ায় কাজ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশের ভবন থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। 

গোডাউনের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই আগুনের ঘটনা ঘটে। 

আজ বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ১০০ কর্মী আগুন নেভাতে কাজ করছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক। 

রাফি আল ফারুক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে বর্তমানে ১৩টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত