নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুটে নিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী যাত্রীরা বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে বাসসহ সাভার থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রী আজ শনিবার সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ নিয়ে গত দুই মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা এলাকায় দিনের বেলায় চলন্ত বাসে অন্তত তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো মামলা রেকর্ড হয়নি।
ছিনতাইয়ের শিকার যাত্রী মোছাম্মৎ টুনি বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছ পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা ছুরি বের করে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসে আগে থেকে একজন ছিনতাইকারী ছিলেন। তিনি ওই দুজনের সঙ্গে ছিনতাইয়ে অংশ নেন। যাত্রীদের টাকা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁরা ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।
টুনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার আগে বাসে বসে থাকা ছিনতাইকারীকে চালকের সঙ্গে হাসাহাসি ও গল্পগুজব করতে দেখা যায়।
রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই নারী। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। ছিনতাইকারীরা আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তা রেকর্ডের কার্যক্রম চলছে। বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুটে নিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী যাত্রীরা বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে বাসসহ সাভার থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রী আজ শনিবার সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ নিয়ে গত দুই মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা এলাকায় দিনের বেলায় চলন্ত বাসে অন্তত তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো মামলা রেকর্ড হয়নি।
ছিনতাইয়ের শিকার যাত্রী মোছাম্মৎ টুনি বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছ পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা ছুরি বের করে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসে আগে থেকে একজন ছিনতাইকারী ছিলেন। তিনি ওই দুজনের সঙ্গে ছিনতাইয়ে অংশ নেন। যাত্রীদের টাকা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁরা ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।
টুনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার আগে বাসে বসে থাকা ছিনতাইকারীকে চালকের সঙ্গে হাসাহাসি ও গল্পগুজব করতে দেখা যায়।
রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই নারী। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। ছিনতাইকারীরা আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তা রেকর্ডের কার্যক্রম চলছে। বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
১০ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
১৫ মিনিট আগেলালমনিরহাট লালমনিরহাট সদরে পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে নিখোঁজের দুই দিন পর সেই কিশোর শান্ত রায়ের (১৪) লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে