Ajker Patrika

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জবিতে প্রতীকী অনশন, ছাত্রলীগের বাধা

জবি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জবিতে প্রতীকী অনশন, ছাত্রলীগের বাধা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রতীকী অনশনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শাবিপ্রবির অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এই প্রতীকী কর্মসূচি পালন করেন তাঁরা। 

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় জবি ছাত্রলীগের তিন-চারজন কর্মী অনশনরত শিক্ষার্থীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন এবং অনশন কর্মসূচি বন্ধ করতে হুমকি দেন। 

এ সময় অনশনরত শিক্ষার্থীরা বলেন, ‘একজন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। শিক্ষার্থীরা তাঁকে অভিভাবক হিসেবে চায় না; তবু তিনি কীভাবে এই পদে থাকেন? একজন ভিসি কতটা নিষ্ঠুর, কতটা স্বৈরাচারী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে হামলা করতে পারে? আমরা অনতিবিলম্বে শাবিপ্রবি ভিসির পদত্যাগ চাই।’ 

অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশফাক শরিফ বলেন, ‘শাবিপ্রবি ভিসি তাঁর নিজ পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। আমরা শিক্ষাঙ্গনে শিক্ষার্থীবান্ধব ভিসি চাই এবং শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে সব সময় আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সুমাইয়া সোমা বলেন, শাবিপ্রবির ভিসি রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ও পোষা গুন্ডা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। 

তাঁর বক্তব্য, ‘আমরা ভিসি ফরিদের পদত্যাগের দাবিতে জবিতে অনশনে বসলে জবি ছাত্রলীগ নামধারী তিন-চারজন কর্মী আমাদের পোস্টার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে আমাদের অনশন তুলে দেওয়ার চেষ্টা করেন। তাঁদের এরূপ আচরণ এটাই প্রকাশ করে যে তাঁরা গুটি কয়েক শিক্ষার্থীকে ভয় পেয়ে ভিসি ফরিদের তোষামোদ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, একই সঙ্গে ভিসি ফরিদের অবিলম্বে পদত্যাগের দাবি জানাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা শিক্ষকেরা শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে আছি। ছাত্রলীগের কর্মীদের দ্বারা পোস্টার-প্ল্যাকার্ড ছেঁড়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, এটা তারা না বুঝে করেছে। বুঝতে পারলে তারা হয়তো এমনটি করত না।’ 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে ১২ দিন ধরে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়। আন্দোলনের প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় গত বুধবার বেলা তিনটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বেশ কিছু শিক্ষার্থী। 

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের প্রায় সবার শরীরে জ্বর। এমন শারীরিক অবস্থার মধ্যেও এই কর্মসূচি চালিয়ে যেতে অনড় তাঁরা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন অনশনকারী শিক্ষার্থী। 

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় সংকট উত্তরণের আভাস পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত