Ajker Patrika

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি
আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মাসুম হোসেন (৬) নামে এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

শিশু মাসুম হোসেন শরীয়তপুর জেলার চর কোয়ারপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। সে বেরন এলাকায় পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায় বেরন এলাকার হারুন-উর-রশীদের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পরিষ্কার চলা ট্যাংকের ঢাকনা খোলা থাকায় সন্ধ্যার দিকে খেলতে গিয়ে শিশুটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা ‍পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, 'আমরা খবর পেয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করেছি। এই ঘটনায় বাড়ির মালিকের কোন গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

আজকের রাশিফল: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, পকেটে আসবে টাকা

মা-বাবাকে খুন করে জেলে রাজু, অনিশ্চিত স্ত্রী ও ৯ মাসের শিশুকন্যার ভবিষ্যৎ

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট, বিমানবাহিনীর দুটি

বিমান হামলায় নিহত তিন ক্রিকেটার, পাকিস্তানে খেলবে না আফগানিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত