Ajker Patrika

মুন্সিগঞ্জে ১৬ ভরি স্বর্ণালংকার লুট, ২ ডাকাত আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির অভিযোগে আটক যুবক। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির অভিযোগে আটক যুবক। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের মুখোশধারী সদস্যরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামে প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে ইমরান ব্যাপারী (২৪) নামের এক ডাকাতকে আটক করেন। তিনি বরগুনা সদরের জাকিরচর গ্রামের বাসিন্দা। পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে খারখোলা বিল (চক) এলাকায় আরেক অজ্ঞাতনামা ডাকাতকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী প্রেমানন্দের ছেলে পঙ্কজ মণ্ডল বলেন, ‘রাত ৩টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। আমি, বাবা-মা ও ভাবি ঘরে ছিলাম। তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং পুরো ঘর তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নেয়। পরে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজন ডাকাতকে ধরে ফেলে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম। তিনি বলেন, একজন ডাকাতকে ঘটনাস্থলে এবং আজ সকালে আরেকজনকে এলাকাবাসী আটক করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত