Ajker Patrika

স্ত্রীর টাকায় কেনা অটোরিকশা চুরির পর জীবন গেল সবার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ২৬
স্ত্রীর টাকায় কেনা অটোরিকশা চুরির পর জীবন গেল সবার

সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর টাকায় কেনা অটোরিকশা চুরির পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। 

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন টিনশেডের একটি কক্ষ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন রোজিনা আক্তার ও তাঁর স্বামী সবুর আলী এবং মেয়ে সুমাইয়া। তাঁরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরগোরুক মণ্ডল গ্রামের বাসিন্দা। 

রোজিনা আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সবুর অটোরিকশাচালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।

মৃতদের স্বজন ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই দিন ধরে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে প্রতিবেশীর কক্ষ থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানায় প্রতিবেশীরা। 

মৃত সবুর আলীর বোন রাশেদা আক্তার বলেন, অটোরিকশা কিনে গত বুধবার প্রথম বের হয় সবুর। তবে সেই অটোরিকশা চুরি হয়ে যায়। ভয়ে সবুর তাঁর স্ত্রীকে ঘটনাটি জানায়নি। তবে পরদিন বিষয়টি সবুরের স্ত্রী টের পেয়ে যান। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। ঘটনাটি দুই দিন আগে হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত