নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া তাঁর জিম্মায় পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি এখন চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এই আদেশ দেন।
আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু আইনজীবী সময়ের আবেদন করায় আদালত মঞ্জুর করেন।
এই নিয়ে ১৩ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, ৩০ জানুয়ারি, ১ মার্চ, ৯ এপ্রিল ও ১৫ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।
পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করলে আদালত পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন। সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত।
পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আইনজীবী আদালতকে বলেন, সম্রাট গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর যেতে হবে। এ কারণে পাসপোর্ট ফেরত দেওয়া হোক।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া তাঁর জিম্মায় পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি এখন চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এই আদেশ দেন।
আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু আইনজীবী সময়ের আবেদন করায় আদালত মঞ্জুর করেন।
এই নিয়ে ১৩ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, ৩০ জানুয়ারি, ১ মার্চ, ৯ এপ্রিল ও ১৫ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।
পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করলে আদালত পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন। সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত।
পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আইনজীবী আদালতকে বলেন, সম্রাট গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর যেতে হবে। এ কারণে পাসপোর্ট ফেরত দেওয়া হোক।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। তাঁর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর পরিবার।
৫ মিনিট আগেঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বিটুমিন-পাথর মিশানোর ডিপো বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা।
৯ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলা ও মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেরাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মেট্টোরেল স্টেশনে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে