Ajker Patrika

ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে একদিনে অন্তত ১৫টি বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়ন এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে অন্তত ১৫টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ১৩টি বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও দুটি ছাত্রসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

গতকাল রোববার দিনভর এ ইস্যুতে ঢাবিতে অন্তত ১২টি বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা। সে ধারাবাহিকয় আজ ১৫টি কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোর এসব কর্মসূচি শুরু হয়। ক্যাম্পাস এলাকায় মিছিল ছাড়াও অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য এবং শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন তারা।

ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মেসি অনুষদ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ভূগোল ও পরিবেশ, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক, ই-সোল, এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। এ সব কর্মসূচিতে বিভাগের অনেক শিক্ষককেও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। এ ছাড়া জাতীয় ছাত্র সমাজ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টও রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ কর্মসূচিতে দেশব্যাপী চলমান ধর্ষণ-নিপীড়ন এবং নারীর প্রতি সহিংসতার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অপরাধমূলক এ সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এ সময় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং নিষ্ক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা।

টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সামির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই ধর্ষণ-নিপীড়নের মতো নানা ঘটনা দেখতে পাই। দীর্ঘ সময় ধরে অনলাইন-অফলাইনে এ সবের প্রতিবাদ করে আসছি। কিন্তু এত দিনে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারের টনক নড়েনি। তারা এসব বন্ধের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।’

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থী সামির আরও বলেন, ‘দেশব্যাপী অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে নিষ্ঠুরভাবে ধর্ষণ করা হলো। এর প্রতিবাদে পুরো দেশ সোচ্চার হয়েছে। সবার মধ্যে নিরাপত্তাহীনতা, শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।’

এ সময় সামির সরকার এবং প্রশাসনের কাছে দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের মৃত্যুদণ্ড; নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।’

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী ইউসুফ হাসান বলেন, ‘সরকার আমাদের মা-বোনের নিরাপত্তা দিতে পারছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মানুষকে আতঙ্কিত করছে। ধর্ষণ-হেনস্তা ভয়াবহ হারে বাড়ছে। এ সরকার এমন কিছু করছে না, যার ফলে অপরাধীরা ভয় পাবে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিক নিরাপত্তার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।’

জাতীয় ছাত্র সমাবেশের ব্যানারে আন্দোলন করা বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে ১৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান ৷ ধর্ষকের শাস্তি জনসমক্ষে কার্যকর করার দাবিও করেন তারা। এ সময় নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা।

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিক্ষোভ সমাবেশে ধর্ষকদের বিচার এবং নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধের দাবি জানান। এ দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে অপরাজেয় বাংলা, কলা ভবন, মধুর ক্যানটিন কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নওশিন মুশতারি সাথী বলেন, ‘দেশে অব্যাহতভাবে ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। এ সবের প্রতিবাদে নিয়মিত আন্দোলনও হচ্ছে। কিন্তু কোনো ফলাফল আসছে না। এ ফলাফল না আসার কারণ আমাদের খুঁজতে হবে। যে শিশু আসিয়া এখনো পৃথিবীটাকে ভালো করে বুঝার সুযোগ পাইনি তার সঙ্গেও চলছে নৃশংসতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রীকে হেনস্তা করে হেনস্তাকারী ছাড় পেয়ে যায়।’

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশের সমস্ত গণ-আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুমাইয়া শিকদারসহ যে নারীরা জুলাই অভ্যুত্থানে সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিল তাদের সেখানে বহিষ্কার করা হয়েছে, প্রক্টর তাদের নিয়ে নোংরা বক্তব্য দিয়েছে।

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা
দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার ঢাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে তার পোশাক ও শরীর নিয়ে নোংরা মন্তব্য করার পরেও কথিত ‘তৌহিদী জনতা’ নারী নিপীড়ককে ফুলের মালা দিয়ে বরণ করে। এর মধ্য দিয়ে নারীর ওপর পুরুষের যে আধিপত্যমূলক মানসিকতা, তাঁর বীজ তৈরি হয়। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। মুনিয়া, নুসরাত, তনু, আছিয়াসহ বাংলাদেশে ঘটা সমস্ত ধর্ষণের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মুন্সিগঞ্জে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪৮ লাখ টাকার মালামাল লুট

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক দিনের ব্যবধানে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে বৃদ্ধ দম্পতির বাসায় প্রবেশ করে ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল লুট করে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলম মিয়া বলেন, ‘আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করি। বিকেলে ঢাকায় চলে আসার পর রাতে আমার বাবা-মা বাসায় ছিলেন। ডাকাতেরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে বাবা-মাকে জিম্মি করে নগদ তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ী আলম মিয়ার বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘প্রথমে সাতজন ডাকাত প্রবেশ করে। পরে আরও ১৪-১৫ জন যোগ হয়। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন রুমে অবস্থান নেয় এবং আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি ও শোকেসের তালা ভেঙে সব লুট করে নেয়।’

উল্লেখ্য, এর আগে গত রোববার রাতে উপজেলার বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫৪ লাখ টাকার মালামাল লুট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অবসরের এক যুগ পর কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবসরের এক যুগ পর কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

চট্টগ্রামে অবসরে যাওয়ার প্রায় এক যুগ পর কাস্টমসের সাবেক এক সহকারী কমিশনার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলারই বাদী হলেন কার্যালয়টির সহকারী পরিচালক সায়েদ আলম।

দুর্নীতিতে অভিযুক্তরা হলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার আহসান হাবিব ও তাঁর স্ত্রী আসমা সুলতানা।

আহসান হাবিবের বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৭৮৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত ৫৯ লাখ ১০ হাজার ৪১১ টাকার সম্পদ অর্জন এবং তা ভোগদখলের অভিযোগ আনে দুদক। অন্যদিকে আসমা সুলতানার বিরুদ্ধে ৩২ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৬ লাখ ২৪ হাজার ২৫০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা আহসান হাবিব ১৯৮০ সালে কাস্টমসের একজন পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০১২ সালে তিনি সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পান। ২০১৪ সালে তিনি ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে অবসরে যান। তিনি চট্টগ্রামেও কর্মরত ছিলেন। ২০১৮ সালে চট্টগ্রামের দুদক কার্যালয়ে অভিযুক্ত কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিল করা হয়।

দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সাবেক সহকারী কমিশনারকে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দুদক আইনের একই ধারায় আরেকটি মামলা হয়েছে সাবেক ওই কর্মকর্তার স্ত্রী আসমা সুলতানার বিরুদ্ধে। ওই মামলায় সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ অভিযুক্ত কাস্টমস কর্মকর্তা চাকরিরত অবস্থায় অসাধু উপায়ে অর্জিত টাকায় তাঁর স্ত্রীর নামে সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখতে সহযোগিতা করেছেন।

সম্পদ বিবরণীতে আহসান হাবিব নিজ নামে মাত্র ৯ লাখ ২৯ হাজার ৬১২ টাকার স্থাবর সম্পদ এবং ৫০ হাজার টাকা অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। আর আসমা সুলতানা তাঁর নিজের নামে ২০ লাখ ১২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ থাকার কথা উল্লেখ করলেও কোনো অস্থাবর সম্পদ নেই বলে সম্পদ বিবরণীতে ঘোষণা দেন। তিনি নিজেকে ব্যবসায়ী উল্লেখ করলেও দুদকের অনুসন্ধানে তাঁর ব্যবসার অস্তিত্ব পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মা-বাবার বিরোধ, ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
নিবির মণ্ডল। ছবি: সংগৃহীত
নিবির মণ্ডল। ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার নিবির মণ্ডলের বয়স ছিল মাত্র ১০ বছর। এ বয়সে খেলাধুলা, মা-বাবার আদরে বড় হওয়ার কথা ছিল তার। কিন্তু গত রোববার তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। শিশুটির স্বজনদের দাবি, মা-বাবার বিরোধের জেরে অভিমানে আত্মহত্যা করেছে নিবির।

মৃত নিবির উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের সীমান্তবর্তী মোস্তফাডাঙ্গি গ্রামের মুরাদ মণ্ডলের (৪০) ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রোববার বসতঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।

শিশুটির চাচা আজম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, আট বছর আগে প্রবাসে পাড়ি জমান তার বাবা মুরাদ মণ্ডল। গত ফেব্রুয়ারি মাসের শেষে মালদ্বীপ থেকে ছুটি নিয়ে দেশে ফিরে দেখেন, তার টাকাপয়সা কিছুই নেই। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ বাধে মুরাদের। পরে নিবিরসহ তিন সন্তানকে নিয়ে পাশের আদমপুর এলাকায় বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী।

আজম মণ্ডল জানান, দুই মাস আগে নিবির আবার তার বাবার কাছে চলে আসে। এরপর থেকে সে বাড়িতে বাবার সঙ্গেই থাকত। গত রোববার দুপুরে স্কুল থেকে ফিরে এসে নিবির দেখে, ঘরে খাবার নেই, ওর বাবাও মাঠে ছিল। পরে আরেক চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে নানাবাড়িতে যায়। সেই ভাতিজার বরাতে আজম মণ্ডল জানান, শিশুটি তার নানাবাড়িতে গিয়ে মায়ের কাছে খাবার চেয়েছিল। সেখানে তার মা তাকে বকাবকি করে। পরে বিকেলে ঘরে ফিরে নিবিরের ঝুলন্ত লাশ দেখতে পান তার বাবা। ছেলের মৃত্যুতে অচেতন হয়ে পড়া বাবা মুরাদ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আজম মণ্ডল।

শিশুটির পরিবার ও প্রতিবেশীরা জানান, কোতোয়ালি থানা-পুলিশ ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। বিকেলে দাফনের জন্য বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে চরমাধবদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ছনেরটেক গোরস্তানে কবর খুঁড়তে যান প্রতিবেশীরা। এ কবরস্থানেই মোস্তফাডাঙ্গির মৃত বাসিন্দাদের দাফন করা হয়ে থাকে। তবে সেখানে গেলে কবর খুঁড়তে বাধা দেন ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রতিবেশী বাবুল মণ্ডল বলেন, ‘আমরা যখন খুঁড়তে যাই, তখন রফিক এসে বলে, এই কবরস্থানে গলায় দড়ি দেওয়া কোনো লাশ দাফন করা যাবে না, যার যার বাড়িতে গিয়ে কবর দাও। এসব বলে আমাদের অপমান করে পাঠায় দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ওই কবরস্থানে আজ পর্যন্ত কোনো গলায় দড়ি দেওয়া লাশ কবর দেওয়া হয়নি। এজন্য তাঁদের আমি বলছিলাম, কবরস্থানের সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাচ্ছি, কবর দিতে নিষেধ করি নাই। কিন্তু উনারা রাগ করে চলে গিয়ে অন্য জায়গা কবর দিছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘শিশুটির মা-বাবার বিভাজনের কারণেই এমন ঘটনা ঘটেছে। মা-বাবা একসঙ্গে থাকলে এমনটি নাও হতে পারত। তবে লাশ দাফনে বাধা দেওয়ার বিষয়টি আমাদের কাছে কেউ জানায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

নীলফামারী প্রতিনিধি
চীনা হাসপাতালের নকশা। ছবি: সংগৃহীত
চীনা হাসপাতালের নকশা। ছবি: সংগৃহীত

অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল। গত ৩০ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নোটিশে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগের উপসচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর স্বাক্ষরিত ওই নোটিশ ‘অতীব জরুরি’ হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের নোটিশের সূত্রমতে, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে সাড়ে ২৫ একর জায়গার ওপর নির্মিত হবে চীনা হাসপাতাল। হাসপাতাল স্থাপনে ইতিমধ্যে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বিভিন্ন স্থাপনার ব্যয় প্রাক্কলন তৈরি করতে বলা হয়েছে।

চীন সরকারের হাসপাতাল স্থাপনে নীলফামারী জেলাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। তাঁদের মতে, হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্যসেবার মান যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াবে এই জেলা। উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাইরে যেতে হবে না।

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, ‘চীন সরকারের হাসপাতাল স্থাপন নিয়ে সরকারের সিলেকশন যথাযথ। দারোয়ানী মাঠ সব দিক থেকে এগিয়ে অন্যান্য জায়গাগুলোর চেয়ে। সব সুযোগ-সুবিধা পাবে হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে। ব্যবসায়িকভাবে আরও সমৃদ্ধ হলো আমাদের জেলা।’

এ ব্যাপারে নীলফামারীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান বলেন, ‘চিঠিটি আমরা পেয়েছি। ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দারোয়ানী টেক্সটাইল এলাকায় ৬০ একরের বেশি সরকারি জায়গা রয়েছে। চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনে ২৫ একর জায়গা প্রয়োজন। ২৫ একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে হাসপাতাল স্থাপনে ব্যয় এবং ডিজাইনের কাজ শুরু হয়েছে। আশা করা যায়, নীলফামারীতে হচ্ছে হাসপাতালটি।

প্রসঙ্গত, নিজ এলাকায় এই হাসপাতাল চেয়ে আন্দোলন হয়েছে রংপুরসহ কয়েকটি জেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত