নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সাইনবোর্ডের নিচে কারা আছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহমদ হোসেন। আজ বুধবার বেলা ১২টায় জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপি ও জামায়াত ইসলামিকে বাংলাদেশের ‘অপশক্তি’ উল্লেখ করে আহমদ হোসেন বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি। এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত না করে আমরা ঘরে ফিরব না। অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, তার উচিত শিক্ষা দেওয়া হবে।’
মানববন্ধনে স্বাচিপের মহাসচিব এম এ আজিজ বলেন, সাম্প্রদায়িক হামলা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে হবে। আমরা চিকিৎসক সমাজ যেকোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।
কুমিল্লা, নোয়াখালী ও রংপুরে হওয়া হামলাগুলো বিএনপি সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে দাবি করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। তবে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাতে বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন স্বাধীনতাবিরোধী জামাত শিবির দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাঁরা জনগণের সমর্থন না পেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।’
স্বাচিপের সহসভাপতি ডা. আবদুর রউফ সর্দারের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু ও স্বাচিপের শাখা কমিটির নেতারা।
বিএনপির সাইনবোর্ডের নিচে কারা আছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহমদ হোসেন। আজ বুধবার বেলা ১২টায় জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপি ও জামায়াত ইসলামিকে বাংলাদেশের ‘অপশক্তি’ উল্লেখ করে আহমদ হোসেন বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি। এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত না করে আমরা ঘরে ফিরব না। অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, তার উচিত শিক্ষা দেওয়া হবে।’
মানববন্ধনে স্বাচিপের মহাসচিব এম এ আজিজ বলেন, সাম্প্রদায়িক হামলা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে হবে। আমরা চিকিৎসক সমাজ যেকোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।
কুমিল্লা, নোয়াখালী ও রংপুরে হওয়া হামলাগুলো বিএনপি সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে দাবি করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। তবে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাতে বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন স্বাধীনতাবিরোধী জামাত শিবির দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাঁরা জনগণের সমর্থন না পেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।’
স্বাচিপের সহসভাপতি ডা. আবদুর রউফ সর্দারের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু ও স্বাচিপের শাখা কমিটির নেতারা।
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আল দাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
৮ মিনিট আগেকুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি হলো পিপিএস পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট প্রকাশ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে