নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।
শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।
শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।
জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’
জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’
আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’
জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।
জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।
শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।
শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।
জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’
জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’
আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’
জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।
রাজধানীসহ সারা দেশেই সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যান। ঢাকার প্রধান সড়কগুলোয়ও এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। এ কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অ
৪ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় দুই মাস ধরে টিসিবির পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা এই পণ্য স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলারমালিক
৪ ঘণ্টা আগেশতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ
৪ ঘণ্টা আগেরাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি আবাসিক ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। ছয়তলাবিশিষ্ট এসব ভবনে দুটি করে ইউনিটে ১০টি ফ্ল্যাট রয়েছে। এসব আবাসিক এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে ফ্ল্যাট সম্প্রসারণসহ ভবনের ফাঁকা জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্
৪ ঘণ্টা আগে