Ajker Patrika

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুলের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

সরকারি কাজে বাধা, বেআইনি সমাবেশ ও ভাঙচুরের মাধ্যমে নাশকতা সৃষ্টির অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার এক মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া জামিন দেন।

বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শহিদুল ইসলামের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত জামিন দিয়েছেন।

এর আগে ১৮ আগস্ট শহিদুল ইসলাম বাবুল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০২৩ সালের ২৩ নভেম্বর এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহিদুলকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। তখন তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতা-কর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেন। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুর চালান। পুলিশের কর্তব্য পালনে বাধা সৃষ্টি করেন।

ওই ঘটনায় পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল এই মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা একই থানার এসআই আতাউর রহমান। পরে সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

১৮ আগস্ট আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হলে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত