প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে প্রতীক বরাদ্দের দিনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর ছেলেসহ তাঁর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আওলাদ।
এ ঘটনায় আহতরা হলেন, চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, তার ছোট ভাই কামরুজ্জামান বাবু, ফুপাতো ভাই সাইফুল ইসলাম, কবির হোসেন সুরুজ, মো. আলমগীর, মো. ফরিদ, গোপাল, খোকন চন্দ্র, মো. খোকন, মো. অনিক গাড়ির চালকসহ ১০ থেকে ১২ জন।
ভুক্তভোগী ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন বলেন, ‘আজ প্রতীক বরাদ্দের দিনই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমি ও আমার ভাইসহ আত্মীয়স্বজন ওই এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম। এ সময় আজহার আলীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমি ও আমার ভাইসহ ১০ থেকে ১২ জন আহত হই। এর মধ্যে আমার ছোট ভাইসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আজহার আলী আমাকে আরও আগেই বিভিন্নভাবে হুমকির মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন। তিনি (আজহার আলী) বলেছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গায়েব করা হবে। এ দেশে কোনো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকবে না। তিনি প্রতীক বরাদ্দের আগেই হুমকি দিয়ে এসব বক্তব্য রেখেছেন। এ জন্য তাকে নোটিশও করেছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।’
এ ব্যাপারে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলী বলেন, ‘আমি উপজেলায় আছি ভাই, খুব ব্যস্ত। আপনি পরে ফোন দিয়েন।’ এ কথা বলে তিনি ফোন কেটে দেন।
ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার ধামরাইয়ে প্রতীক বরাদ্দের দিনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর ছেলেসহ তাঁর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আওলাদ।
এ ঘটনায় আহতরা হলেন, চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, তার ছোট ভাই কামরুজ্জামান বাবু, ফুপাতো ভাই সাইফুল ইসলাম, কবির হোসেন সুরুজ, মো. আলমগীর, মো. ফরিদ, গোপাল, খোকন চন্দ্র, মো. খোকন, মো. অনিক গাড়ির চালকসহ ১০ থেকে ১২ জন।
ভুক্তভোগী ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন বলেন, ‘আজ প্রতীক বরাদ্দের দিনই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমি ও আমার ভাইসহ আত্মীয়স্বজন ওই এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম। এ সময় আজহার আলীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমি ও আমার ভাইসহ ১০ থেকে ১২ জন আহত হই। এর মধ্যে আমার ছোট ভাইসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আজহার আলী আমাকে আরও আগেই বিভিন্নভাবে হুমকির মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন। তিনি (আজহার আলী) বলেছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গায়েব করা হবে। এ দেশে কোনো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকবে না। তিনি প্রতীক বরাদ্দের আগেই হুমকি দিয়ে এসব বক্তব্য রেখেছেন। এ জন্য তাকে নোটিশও করেছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।’
এ ব্যাপারে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলী বলেন, ‘আমি উপজেলায় আছি ভাই, খুব ব্যস্ত। আপনি পরে ফোন দিয়েন।’ এ কথা বলে তিনি ফোন কেটে দেন।
ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে