Ajker Patrika

ব্যবসায়ী মহসিনের মৃত্যুতে ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৮
ব্যবসায়ী মহসিনের মৃত্যুতে ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা 

নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ী ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া এ তথ্য জানিয়েছেন। 

পরিবারের পক্ষ এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে নিয়ম অনুযায়ী পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি জানান, নিহতের মরদেহ এখনো মর্গে আছে। 

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন মহসিন খান।

খবর পেয়ে রাতেই ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। 

যেখানে বসে লাইভে কথা বলছিলেন মহসিন খান, তার পাশেই একটি চিরকুট পেয়েছে পুলিশ। 

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি একরাম আলী জানান, চিরকুটটি কম্পিইটারে টাইপ করা। নিচে মহসিন সাহবের নামে স্বাক্ষর রয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্তে চিরকুট ও ভিডিওতে বলা কথা এবং স্বাক্ষরটি তাঁরা কি না, তা যাচাই করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত