সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় আহসান কবির শরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১০৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নিহত শরিফের বাবা মো. হুমায়ুন কবির মাস্টার (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। তিনি গতকাল বলেন, আজ শুক্রবার রাতে মামলা রুজু হয়েছে।
মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বেলা ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সানারপাড় পিডিকে পাম্পের সামনে ১, ২ ও ৩ নম্বর আসামির (শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের) নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী মো. হুমায়ুন কবিরের ছেলের বুকের মাঝখানে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ছেলের বন্ধুর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আরিফ, রাকিব, জনি, রজ্জবসহ অজ্ঞাতনামা পথচারীদের সহায়তায় তাঁকে চিকিৎসার জন্য সানারপাড়ের ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় আহসান কবির শরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১০৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নিহত শরিফের বাবা মো. হুমায়ুন কবির মাস্টার (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। তিনি গতকাল বলেন, আজ শুক্রবার রাতে মামলা রুজু হয়েছে।
মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বেলা ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সানারপাড় পিডিকে পাম্পের সামনে ১, ২ ও ৩ নম্বর আসামির (শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের) নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী মো. হুমায়ুন কবিরের ছেলের বুকের মাঝখানে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ছেলের বন্ধুর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আরিফ, রাকিব, জনি, রজ্জবসহ অজ্ঞাতনামা পথচারীদের সহায়তায় তাঁকে চিকিৎসার জন্য সানারপাড়ের ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১৭ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
২৪ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে