টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কারখানার ওয়্যারহাউসের কর্মচারীদের মারধর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুটে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ ইমরান হোসেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ ওরফে মামুন মোল্লাকে আসামি করে মামলাটি করেন।
এর আগে গত শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রোডে ওই লুটের ঘটনা ঘটে।
কারখানাটির ব্যবস্থাপক মোহাম্মদ ইমরান হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লা ও তাঁর সহযোগীরা ওয়্যারহাউসে আমাদের লোকজনকে মারধর করে মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা করেছি।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কোম্পানিটি তাদের মোটরসাইকেল সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে ওয়্যারহাউস নির্মাণ করে। জায়গার মালিকের সঙ্গে করা চুক্তির মেয়াদ গত জুন মাসে শেষ হয়। গত শনিবার প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে থাকা মালামাল স্থানান্তরের কাজ শুরু করা হয়।
মামলায় বলা হয়, এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন যুবক ওয়্যারহাউসে ঢুকে এর ইনচার্জ খাইরুল কবির হোসেন ও বৈদ্যুতিক মিস্ত্রি আনোয়ার হোসেনকে মারধর করে ৩০ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যান।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লার দাবি করেন, ‘জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১০ বছর আগে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ জমিটি ভাড়া নিয়ে ওয়্যারহাউস নির্মাণ করে। এলাকার কিছু লোক ওয়্যারহাউসের পরিত্যক্ত মালামাল কিনতে যায়। সেখানে ঝামেলা হয়। তখন ঝামেলাটি মীমাংসার চেষ্টা করেছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কারখানার ওয়্যারহাউসের কর্মচারীদের মারধর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুটে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ ইমরান হোসেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ ওরফে মামুন মোল্লাকে আসামি করে মামলাটি করেন।
এর আগে গত শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রোডে ওই লুটের ঘটনা ঘটে।
কারখানাটির ব্যবস্থাপক মোহাম্মদ ইমরান হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লা ও তাঁর সহযোগীরা ওয়্যারহাউসে আমাদের লোকজনকে মারধর করে মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা করেছি।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কোম্পানিটি তাদের মোটরসাইকেল সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে ওয়্যারহাউস নির্মাণ করে। জায়গার মালিকের সঙ্গে করা চুক্তির মেয়াদ গত জুন মাসে শেষ হয়। গত শনিবার প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে থাকা মালামাল স্থানান্তরের কাজ শুরু করা হয়।
মামলায় বলা হয়, এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন যুবক ওয়্যারহাউসে ঢুকে এর ইনচার্জ খাইরুল কবির হোসেন ও বৈদ্যুতিক মিস্ত্রি আনোয়ার হোসেনকে মারধর করে ৩০ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যান।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লার দাবি করেন, ‘জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১০ বছর আগে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ জমিটি ভাড়া নিয়ে ওয়্যারহাউস নির্মাণ করে। এলাকার কিছু লোক ওয়্যারহাউসের পরিত্যক্ত মালামাল কিনতে যায়। সেখানে ঝামেলা হয়। তখন ঝামেলাটি মীমাংসার চেষ্টা করেছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে