নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যার দায় থেকে বসুন্ধরা মালিকের ছেলেদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।
খালাসপ্রাপ্ত আরও ছয়জন হলেন— বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তাঁর দুই পুত্র শাফিয়াত সোহবান সানভির এবং সাদাত সোবহান, তারেকের ব্যক্তিগত সচিব মিয়া নূর উদ্দিন অপু, বিএনপি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান।
দুই অভিযুক্ত— সালিমুল হক ও আবু সুফিয়ানের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
তারেক রহমান এই মামলায় একজন পলাতক আসামি ছিলেন এবং বাবর ও অপু আজ তাদের আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন জমা দিয়ে অনুপস্থিত ছিলেন। তবে আহমেদ আকবর সোবহান এবং তাঁর দুই ছেলের আইনজীবীরা আদালতে তাদের পক্ষে উপস্থিত ছিলেন।
রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিধায় আসামিদের মামলা থেকে খালাস দেওয়া হলো।
রায় আরও বলা হয়, ঘুষ গ্রহণের তারিখ, সময় ও ঘটনাস্থল সুনির্দিষ্ট নয়। তাই ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়নি।
২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল কাশেম বাবরসহ ছয় জনকে অভিযুক্ত করে ঘুষের মামলা দায়ের করেছিলেন।
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এবং ওই হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রুপের চেয়ারম্যান সোবহানের দুই পুত্রকে হত্যার মামলার অভিযোগ থেকে বাঁচানোর জন্য ঘুষ নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে তদন্ত কর্মকর্তা ঘুষের সঙ্গে তারেক রহমান ও সালিমুল হক কামাল জড়িত প্রমাণ পেয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
২০০৬ সালের ৫ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচে গ্রুপের পরিচালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এই অভিযোগে পৃথক একটি মামলাও হয়। কয়েক বছর আগে ওই মামলায়ও সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যার দায় থেকে বসুন্ধরা মালিকের ছেলেদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।
খালাসপ্রাপ্ত আরও ছয়জন হলেন— বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তাঁর দুই পুত্র শাফিয়াত সোহবান সানভির এবং সাদাত সোবহান, তারেকের ব্যক্তিগত সচিব মিয়া নূর উদ্দিন অপু, বিএনপি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান।
দুই অভিযুক্ত— সালিমুল হক ও আবু সুফিয়ানের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
তারেক রহমান এই মামলায় একজন পলাতক আসামি ছিলেন এবং বাবর ও অপু আজ তাদের আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন জমা দিয়ে অনুপস্থিত ছিলেন। তবে আহমেদ আকবর সোবহান এবং তাঁর দুই ছেলের আইনজীবীরা আদালতে তাদের পক্ষে উপস্থিত ছিলেন।
রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিধায় আসামিদের মামলা থেকে খালাস দেওয়া হলো।
রায় আরও বলা হয়, ঘুষ গ্রহণের তারিখ, সময় ও ঘটনাস্থল সুনির্দিষ্ট নয়। তাই ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়নি।
২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল কাশেম বাবরসহ ছয় জনকে অভিযুক্ত করে ঘুষের মামলা দায়ের করেছিলেন।
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এবং ওই হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রুপের চেয়ারম্যান সোবহানের দুই পুত্রকে হত্যার মামলার অভিযোগ থেকে বাঁচানোর জন্য ঘুষ নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে তদন্ত কর্মকর্তা ঘুষের সঙ্গে তারেক রহমান ও সালিমুল হক কামাল জড়িত প্রমাণ পেয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
২০০৬ সালের ৫ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচে গ্রুপের পরিচালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এই অভিযোগে পৃথক একটি মামলাও হয়। কয়েক বছর আগে ওই মামলায়ও সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে