Ajker Patrika

নিউইয়র্কে সম্মাননা পেলেন সাংবাদিক শাহীন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউইয়র্কে সম্মাননা পেলেন সাংবাদিক শাহীন হাওলাদার

বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মাননা পেয়েছেন শাহীন হাওলাদার। 

সম্প্রতি ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)–এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সেরি মো. শোয়েব আব্দুল্লাহ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, কলামিস্ট ফকির ইলিয়াস, নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান, পেনসিলভানিয়ার মেলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা কাদেরি কিবরিয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলায়মানসহ আরও অনেকে। 

এর আগে শাহীন হাওলাদার গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৩’ এবং ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৩’ পেয়েছেন। 

শাহীন হাওলাদার পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য ন্যাশনাল প্রেসক্লাব’ সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত