Ajker Patrika

মধ্যরাতে বাইকে এসে রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাব পরাল কারা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৫: ৫০
মধ্যরাতে বাইকে এসে রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাব পরাল কারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাবের আদলে কালো কাপড় পরানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেল নিয়ে কয়েকজন এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তাদের চেনা যায়নি। পরে সেটি সরিয়ে নেন শিক্ষার্থীরা।

গতকাল রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা এখনো চিহ্নিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার সময়ে সেখানে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেল নিয়ে কয়েকজন মিলে এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তারা কারা চেনা যায়নি। পরে রাজু ভাস্কর্যের নারী ভাস্কর্যের মাথায় কালো কাপড় সরিয়ে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, মাহিন সরকার ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দীসহ বেশ কয়েকজন। 

এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে। এটা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। ছাত্র-জনতাকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সেটি দেখার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেছি।’ 

কালো কাপড় পরানের ঘটনা জানার পর ঘটনাস্থলে দুজন সহকারী প্রক্টর পাঠান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। এখানে এসব করা যাবে না। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত