Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় এপিবিএনের হাতে আটক দুই চোরাকারবারি।
প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় এপিবিএনের হাতে আটক দুই চোরাকারবারি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ির টুলবক্সে করে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকা থেকে শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামের ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এপিবিএন জানায়, ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৭-৫২৫৪) নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি ৫৭৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। এপিবিএন রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

জিজ্ঞাসাবাদের পর এপিবিএন জানিয়েছে, শরীফুল ও জুবায়ের বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে নিয়ে আসতেন। তারা দীর্ঘ দিন ধরে একটি স্বর্ণ চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত এবং ওই চক্রের রিসিভার হিসেবে কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত