Ajker Patrika

সৌদি আরবে স্বামীর কাছে যাওয়ার কথা ঝুমার, গেলেন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬: ২৮
সৌদি আরবে স্বামীর কাছে যাওয়ার কথা ঝুমার, গেলেন হাসপাতালে

গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা সৌদিপ্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমা বেগম (৩৪)। আগামী সপ্তাহে স্বামীর কাছে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। আর এ কারণে ভিসার কাজে দেবরকে সঙ্গে নিয়ে ইমাদ পরিবহনে ঢাকায় আসছিলেন। সেই আশাই কাল হবে কে জানত! বাস দুর্ঘটনায় পাশের সিটে বসা তাঁর দেবর মারা গেছেন ঘটনাস্থলেই, আর তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। 

আজ রোববার সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জন নিহত হন এবং ২৮ জন যাত্রী আহত হন। 

আহতদের মধ্যে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে ঝুমা বেগম মাথায়, পায়ে ও কোমরে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঝুমা বেগমের পরিচয় নিশ্চিত করেছেন তাঁর মামাতো ভাই মো. মেজবাহ। তিনি আজকের পত্রিকাকে জানান, কাশিয়ানী উপজেলা সদরের সুটফা এলাকার সৌদিপ্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমা। তাদের চারটি সন্তান রয়েছে। 

মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী সপ্তাহে আপুর সৌদি আরবে দুলাভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল। কয়েক দিন আগে সৌদি আরব থেকে দুলাভাই ভিসা পাঠিয়েছেন। আজ সেই ভিসার কাগজপত্র নিতে দেবর সজিব ইসলামকে (২৫) সঙ্গে নিয়ে ঢাকায় আসতেছিলেন। পথে ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।’ 

মেজবাহ আরও বলেন, ‘আপুর দেবর সজিব মারা গেছে। তাঁরা পাশাপাশি ছিটে বসা ছিল। আর ঝুমা আপু মাথায়, পায়ে ও কোমরে গুরুতর আঘাত পেয়েছে।’ 

এ দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মিনহাজ বিশ্বাস (২০)। তিনি ইমাদ পরিবহনের সুপারভাইজার ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদা গ্রামের মিজান বিশ্বাসের ছেলে। রোববার দুপুরে ঢামেক হাসপাতালের মর্গে মিনহাজের মরদেহ শনাক্ত করেছেন তাঁর চাচাতো ভাই সাব্বির হোসেন। 

নিহত অপরজন হলেন—শেখ আলি আকব্বর (৭৫)। তিনি বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই এলাকার মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে। চোখের চিকিৎসা করানোর জন্য তিনি মেয়ে জামাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে ঢাকায় আসছিলেন। বর্তমানে জাহাঙ্গীর হোসেন শিবচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের মর্গে তাঁর মরদেহ শনাক্ত করে এসব তথ্য জানিয়েছেন তার ভাতিজা পুলিশের সার্জেন্ট শেখ জাহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত