Ajker Patrika

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩০
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় নিরব আহমেদ (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নিরবের লৌহজং পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন যুবক। এ সময় নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে। এর জেরে আজ শুক্রবার তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে নিরবের মাথা ও পিঠে আঘাত করা হয়। পরে স্থানীয়রা নিরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইভ টিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে মাঠে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত