কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে দুই ভাই এক মোটরসাইকেলে বেরিয়েছিলেন ব্যবসায়িক কাজে। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই বাসচাপায় সড়কেই প্রাণ হারান ছোট ভাই। বড় ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে কুড়িগ্রাম শহরের পৌর এলাকার মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম মন্ডল সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম ইসমাঈল হোসেন (৩৮)। আহত বড় ভাইয়ের নাম কাশেম। তাঁরা শহরের টেক্সটাইল মোড় রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা এবং তৎসংলগ্ন করাতকলের মালিক ও কাঠ ব্যবসায়ী। তাঁদের বাবার নাম ইব্রাহিম।
পরিবারের বরাতে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাভলু মিয়া জানান, কাশেম ও ইসমাঈল করাতকল চালানোর পাশাপাশি কাঠের ব্যবসাও করেন। রোববার ভোরে গাছ কেনার উদ্দেশ্যে দুই ভাই একসঙ্গে পৌর এলাকার ডাকুয়াপাড়ায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে মৎস্য খামারসংলগ্ন আজাদ ড্রাইভারের বাড়ির সামনে একটি দূরপাল্লার বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাঈল মারা যান। আহত হন কাশেম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
লাভলু বলেন, ‘ইসমাঈলের পরিবারে স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুশোকে ইসমাঈলের স্ত্রী রুমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।’
এসআই নুর আলম মন্ডল বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় বাসটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিবি) করা হবে।’
কুড়িগ্রামে দুই ভাই এক মোটরসাইকেলে বেরিয়েছিলেন ব্যবসায়িক কাজে। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই বাসচাপায় সড়কেই প্রাণ হারান ছোট ভাই। বড় ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে কুড়িগ্রাম শহরের পৌর এলাকার মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম মন্ডল সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম ইসমাঈল হোসেন (৩৮)। আহত বড় ভাইয়ের নাম কাশেম। তাঁরা শহরের টেক্সটাইল মোড় রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা এবং তৎসংলগ্ন করাতকলের মালিক ও কাঠ ব্যবসায়ী। তাঁদের বাবার নাম ইব্রাহিম।
পরিবারের বরাতে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাভলু মিয়া জানান, কাশেম ও ইসমাঈল করাতকল চালানোর পাশাপাশি কাঠের ব্যবসাও করেন। রোববার ভোরে গাছ কেনার উদ্দেশ্যে দুই ভাই একসঙ্গে পৌর এলাকার ডাকুয়াপাড়ায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে মৎস্য খামারসংলগ্ন আজাদ ড্রাইভারের বাড়ির সামনে একটি দূরপাল্লার বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাঈল মারা যান। আহত হন কাশেম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
লাভলু বলেন, ‘ইসমাঈলের পরিবারে স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুশোকে ইসমাঈলের স্ত্রী রুমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।’
এসআই নুর আলম মন্ডল বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় বাসটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিবি) করা হবে।’
রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার (২৩ জুলাই) আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই ধারাবাহিকতায় এদিন বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
৪ মিনিট আগেপ্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
২০ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
৩২ মিনিট আগে