গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এদিকে অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া শ্রমিকেরা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তাঁরা আরও জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এদিকে অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া শ্রমিকেরা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তাঁরা আরও জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানের শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যমতে, এসব সম্পদের মধ্যে রয়েছে রাজধানী ঢাকায় কয়েকটি ফ্ল্যাট, প্লট...
৪৩ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের সাটুরিয়ার প্রান্তিক চাষিরা ব্যাপকভাবে ঝুঁকে পড়েছেন সবুজ বিষবৃক্ষ তামাক আবাদে। বেশি ফলনের আশায় অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করছেন তাঁরা। ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। অন্যদিকে যত্রতত্র তামাক রোদে শুকানোর ফলে এর বিষাক্ত দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ।
২ ঘণ্টা আগেশুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে বগুড়ার অধিকাংশ নদী। এ সময় নদীর বুকজুড়ে চাষ করা হয় বিভিন্ন ফসল। গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে যমুনাও। এর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। সেখানেও চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল।
২ ঘণ্টা আগে