গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এদিকে অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া শ্রমিকেরা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তাঁরা আরও জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা-সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এদিকে অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া শ্রমিকেরা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তাঁরা আরও জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একে একে তাদেরকে এখানে আনা হয়।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।
৪০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে