Ajker Patrika

নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া-হাজী সেলিম: দুদক আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০: ২০
Thumbnail image

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও সংসদ সদস্য হাজি সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। 

আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, রোববার প্রকাশিত আদেশে হাইকোর্ট বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে হাইকোর্টের সিদ্ধান্ত আপিল বিভাগ সংশোধন বা বাতিল করলে ভিন্ন বিষয় হতে পারে বলে জানান তিনি। 

এর আগে দুই বছরের বেশি দন্ডিতদের দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সিদ্ধান্ত দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। 

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের সাজা ২০২১ সালের ৯ মার্চ বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায় অনুসারে গত বছরের ২২ মে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তিনি। আপিল বিভাগ তার লিভ টু আপিল গ্রহণ করে গত ৬ ডিসেম্বর জামিন দেন। 

আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলে তা খারিজ হয়ে যায়। একইসঙ্গে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজার পরিমাণ বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে করা আপিল এখন আপিল বিভাগে বিচারাধীন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। এর বিরুদ্ধে করা আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত