নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।
নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৯ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইকে শেষ দেখা দেখলেন বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায়
১৬ মিনিট আগেরাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ‘মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-মেল’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্সের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নেন। শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা এবং পানিতে ডুবে মৃত্যুর হার
২৭ মিনিট আগে