নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে এক যুবকের বিরুদ্ধে সুশীল রাজবংশী (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
নিহত সুশীল রাজবংশী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার রণজিৎ রাজবংশীর ছেলে। সুশীল একটি মোটর গ্যারেজে কাজ করতেন।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।
নিহত সুশীলের স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে মধ্যপাড়া মন্দিরের পাশে বৃদ্ধ এক ব্যক্তির সঙ্গে তর্কবিতর্ক করছিলেন প্রতিবেশী গণেশ। বিষয়টি দেখতে পেয়ে আমার স্বামী এর প্রতিবাদ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে গণেশ ছুরি দিয়ে আমার স্বামীকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বিউটি রাজবংশী আরও বলেন, ‘আমার স্বামীর দৈনিক আয়ের ওপরেই আমাদের সংসার চলত। এখন আমরা বড় অসহায় হয়ে পড়লাম। একমাত্র শিশুপুত্রকে নিয়ে কীভাবে চলব, ভেবে কূল পাচ্ছি না।’
এই গৃহবধূ বলেন, ‘গণেশের সঙ্গে আমার স্বামী বা আমার পরিবারের কোনো শত্রুতা ছিল না। একজন মুরুব্বির সঙ্গে বেয়াদবি করার প্রতিবাদ করায় তাঁকে মরতে হলো।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকার সাভারে এক যুবকের বিরুদ্ধে সুশীল রাজবংশী (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
নিহত সুশীল রাজবংশী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার রণজিৎ রাজবংশীর ছেলে। সুশীল একটি মোটর গ্যারেজে কাজ করতেন।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।
নিহত সুশীলের স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে মধ্যপাড়া মন্দিরের পাশে বৃদ্ধ এক ব্যক্তির সঙ্গে তর্কবিতর্ক করছিলেন প্রতিবেশী গণেশ। বিষয়টি দেখতে পেয়ে আমার স্বামী এর প্রতিবাদ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে গণেশ ছুরি দিয়ে আমার স্বামীকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বিউটি রাজবংশী আরও বলেন, ‘আমার স্বামীর দৈনিক আয়ের ওপরেই আমাদের সংসার চলত। এখন আমরা বড় অসহায় হয়ে পড়লাম। একমাত্র শিশুপুত্রকে নিয়ে কীভাবে চলব, ভেবে কূল পাচ্ছি না।’
এই গৃহবধূ বলেন, ‘গণেশের সঙ্গে আমার স্বামী বা আমার পরিবারের কোনো শত্রুতা ছিল না। একজন মুরুব্বির সঙ্গে বেয়াদবি করার প্রতিবাদ করায় তাঁকে মরতে হলো।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৫ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৭ মিনিট আগে