Ajker Patrika

সাভারে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৪: ৩৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে এক যুবকের বিরুদ্ধে সুশীল রাজবংশী (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

নিহত সুশীল রাজবংশী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার রণজিৎ রাজবংশীর ছেলে। সুশীল একটি মোটর গ্যারেজে কাজ করতেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।

নিহত সুশীলের স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে মধ্যপাড়া মন্দিরের পাশে বৃদ্ধ এক ব্যক্তির সঙ্গে তর্কবিতর্ক করছিলেন প্রতিবেশী গণেশ। বিষয়টি দেখতে পেয়ে আমার স্বামী এর প্রতিবাদ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে গণেশ ছুরি দিয়ে আমার স্বামীকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বিউটি রাজবংশী আরও বলেন, ‘আমার স্বামীর দৈনিক আয়ের ওপরেই আমাদের সংসার চলত। এখন আমরা বড় অসহায় হয়ে পড়লাম। একমাত্র শিশুপুত্রকে নিয়ে কীভাবে চলব, ভেবে কূল পাচ্ছি না।’

এই গৃহবধূ বলেন, ‘গণেশের সঙ্গে আমার স্বামী বা আমার পরিবারের কোনো শত্রুতা ছিল না। একজন মুরুব্বির সঙ্গে বেয়াদবি করার প্রতিবাদ করায় তাঁকে মরতে হলো।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত