Ajker Patrika

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

চালক ও সহকারীকে বেঁধে রেখে মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আবু বক্কর সিদ্দিক সাগর ও মো. আল-আমিন হোসেন। ছবি: আজকের পত্রিকা
আবু বক্কর সিদ্দিক সাগর ও মো. আল-আমিন হোসেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।

এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।

ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত