ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।
এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।
ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।
এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।
ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোয়ারার বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে মনোয়ারাকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের বারান্দার খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেমনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’
৮ মিনিট আগেপ্রতারণার এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। এলাকাটি রাজশাহীর বাঘা উপজেলার ঠিক বিপরীতে, পদ্মা নদীর ওপারে। প্রতারক কুলসুম খাতুন স্বামীর সঙ্গে ওই এলাকায় গিয়ে তার নাম জানিয়েছিলেন ‘মুনিয়া’।
৯ মিনিট আগেবুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দুজন সহকারী শিক্ষকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ধারালো অস্ত্র কুন্তি দিয়ে আঘাত করায় ভীতিকর অবস্থা তৈরি হয়। এসময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় শিক্ষককে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ জুলাই) কটিয়াদি শিক্ষা অফিস ও কটিয়াদি থানাতে লিখিত অভিযোগ...
১৭ মিনিট আগে