Ajker Patrika

নারী দিবসে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৫১
Thumbnail image

নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিচ্ছেন। আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাঁদের অগ্রাধিকার দিচ্ছেন। 

এ সময় আদালত বলেন, আপনারা (পুরুষ) পরে। আজ নারী আইনজীবীরা আগে। এদের শেষ হলে আপনাদেরগুলো শুনব। নারী দিবস উপলক্ষে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। 

এদিকে নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে নারীদের বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি নারী প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে আজ আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত