Ajker Patrika

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মারা যাওয়া সেনা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মারা যাওয়া সেনা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে ঘানার আক্রায় নিয়োজিত বাংলাদেশি সেনা কর্মকর্তা লেঃ কর্নেল এ কে এম মাহমুদুল হাসান (পিএসসি) করোনা আক্রান্ত হয়ে গত বুধবার লেভেল-৩ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

পরে তুরাগের নিজ বাড়িতে সামরিক মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। 

জানাজায় ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডিসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা অংশ নেন। জানাজার পর ভারপ্রাপ্ত সেনাপ্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মরহুমের বড় ছেলে এ কে এম সাদমান সাকিব (৬) এবং ছোটভাই ভাই মেজর এ কে এম আসিফ মাসুদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন। 

প্রসঙ্গত, মৃত্যুকালে মাহমুদুল হাসান তাঁর স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত