নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জনপ্রিয় কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের চিত্রকর্ম প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার দুই আসামি হলেন-রুমা চৌধুরী নামের এক নারী ও তাঁর সাবেক স্বামী পুস্তক ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করেন হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২০১২ সালে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান। তখন তিনি নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থান করেন। এ সময় রুমা চৌধুরী এবং তার প্রথম স্বামী ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। অবসর সময়ে হুমায়ূন আহমেদ তার পুত্র নিশাত কে নিয়ে বেশ কিছু ছবি আঁকেন। ওই ছবিগুলো হুমায়ূন আহমেদ প্রদর্শনীর জন্য রুমা চৌধুরীকে দেন। শর্ত থাকে যে প্রদর্শনী শেষ হওয়ার পর ছবিগুলো অক্ষত অবস্থায় হুমায়ূন আহমেদকে ফেরত দেবেন।
নিউইয়র্কে হুমায়ূন আহমেদের আঁকা ছবিগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করেন রমা চৌধুরী। প্রদর্শনী শেষে গুজব রটানো হয় ২৪টি ছবির মধ্যে চারটি ছবি হারানো গিয়েছে।
নিউইয়র্কে থাকা অবস্থায় হুমায়ূন আহমেদ ইন্তেকাল করেন। বাদী মেহের আফরোজ শাওন তাঁর ছেলেদেরকে নিয়ে দেশে ফিরে আসেন। তিনি রুমা চৌধুরীর কাছে বারবার ছবিগুলো ফেরত চান। কিন্তু তিনি দিতে চান না। ছবিগুলো ফেরত না দিয়ে নানা রকম টালবাহানা করেন। পরবর্তীতে শাওন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে রুমা চৌধুরীর কাছে ছবি ফেরত চান। ২০১৩ সালে হুমায়ূন আহমেদের পল্লবীর বাসায় তার মায়ের কাছে ২০টি ছবি ফেরত দেন রুমা চৌধুরী। বাকি চারটি ছবি আসামিরা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঢাকা: জনপ্রিয় কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের চিত্রকর্ম প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার দুই আসামি হলেন-রুমা চৌধুরী নামের এক নারী ও তাঁর সাবেক স্বামী পুস্তক ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করেন হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২০১২ সালে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান। তখন তিনি নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থান করেন। এ সময় রুমা চৌধুরী এবং তার প্রথম স্বামী ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। অবসর সময়ে হুমায়ূন আহমেদ তার পুত্র নিশাত কে নিয়ে বেশ কিছু ছবি আঁকেন। ওই ছবিগুলো হুমায়ূন আহমেদ প্রদর্শনীর জন্য রুমা চৌধুরীকে দেন। শর্ত থাকে যে প্রদর্শনী শেষ হওয়ার পর ছবিগুলো অক্ষত অবস্থায় হুমায়ূন আহমেদকে ফেরত দেবেন।
নিউইয়র্কে হুমায়ূন আহমেদের আঁকা ছবিগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করেন রমা চৌধুরী। প্রদর্শনী শেষে গুজব রটানো হয় ২৪টি ছবির মধ্যে চারটি ছবি হারানো গিয়েছে।
নিউইয়র্কে থাকা অবস্থায় হুমায়ূন আহমেদ ইন্তেকাল করেন। বাদী মেহের আফরোজ শাওন তাঁর ছেলেদেরকে নিয়ে দেশে ফিরে আসেন। তিনি রুমা চৌধুরীর কাছে বারবার ছবিগুলো ফেরত চান। কিন্তু তিনি দিতে চান না। ছবিগুলো ফেরত না দিয়ে নানা রকম টালবাহানা করেন। পরবর্তীতে শাওন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে রুমা চৌধুরীর কাছে ছবি ফেরত চান। ২০১৩ সালে হুমায়ূন আহমেদের পল্লবীর বাসায় তার মায়ের কাছে ২০টি ছবি ফেরত দেন রুমা চৌধুরী। বাকি চারটি ছবি আসামিরা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কান্দারচর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১ few সেকেন্ড আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট আগে২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবছরের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। গত বছরের হিসাবে এবারে তিনটি মণ্ডপ বেড়েছে। এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। সেই সঙ্গে পূজা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে পূজার আয়োজন শেষ করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ...
৮ মিনিট আগে