Ajker Patrika

হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: জনপ্রিয় কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের চিত্রকর্ম প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। 

মামলার দুই আসামি হলেন-রুমা চৌধুরী নামের এক নারী ও তাঁর সাবেক স্বামী পুস্তক ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা। 

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। 

মামলায় অভিযোগ করেন হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২০১২ সালে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান। তখন তিনি নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থান করেন। এ সময় রুমা চৌধুরী এবং তার প্রথম স্বামী ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। অবসর সময়ে হুমায়ূন আহমেদ তার পুত্র নিশাত কে নিয়ে বেশ কিছু ছবি আঁকেন। ওই ছবিগুলো হুমায়ূন আহমেদ প্রদর্শনীর জন্য রুমা চৌধুরীকে দেন। শর্ত থাকে যে প্রদর্শনী শেষ হওয়ার পর ছবিগুলো অক্ষত অবস্থায় হুমায়ূন আহমেদকে ফেরত দেবেন। 

নিউইয়র্কে হুমায়ূন আহমেদের আঁকা ছবিগুলোর একটি প্রদর্শনীর আয়োজন করেন রমা চৌধুরী। প্রদর্শনী শেষে গুজব রটানো হয় ২৪টি ছবির মধ্যে চারটি ছবি হারানো গিয়েছে। 

নিউইয়র্কে থাকা অবস্থায় হুমায়ূন আহমেদ ইন্তেকাল করেন। বাদী মেহের আফরোজ শাওন তাঁর ছেলেদেরকে নিয়ে দেশে ফিরে আসেন। তিনি রুমা চৌধুরীর কাছে বারবার ছবিগুলো ফেরত চান। কিন্তু তিনি দিতে চান না। ছবিগুলো ফেরত না দিয়ে নানা রকম টালবাহানা করেন। পরবর্তীতে শাওন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে রুমা চৌধুরীর কাছে ছবি ফেরত চান। ২০১৩ সালে হুমায়ূন আহমেদের পল্লবীর বাসায় তার মায়ের কাছে ২০টি ছবি ফেরত দেন রুমা চৌধুরী। বাকি চারটি ছবি আসামিরা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত