Ajker Patrika

পদ্মা সেতুতে অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪: ৪৩
পদ্মা সেতুতে অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক

কোটা সংস্কার আন্দোলনকারীরা মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে তাতে বাধা দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। অবরোধের কারণে সাময়িক সময় পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক আছে।

র‍্যাবের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আজ বুধবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে র‍্যাব ও পুলিশ বাধা দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করেন। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পদ্মা সেতু উত্তর থানার পুলিশ আজকের পত্রিকাকে জানিয়েছে, সেতুতে প্রায় ৩০ মিনিটের মতো সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ-র‍্যাবের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যানচলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত