নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ও এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমদাদ ওই সময় বাসটির চালকের আসনে ছিলেন।
ঘটনার পরপর তাঁকে হেফাজতে নেয় পল্টন থানা। আজ শুক্রবার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন নিহত তুষারের বাবা কামাল হোসেন। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে শ্রাবণ পরিবহনের একটি গাড়ি ওয়ারি থানার এক পুলিশ সদস্যকে চাপা দেয়। বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনার পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এএসআই ইমদাদুল হক গাড়িটি চালিয়ে রাস্তা থেকে সরাতে গিয়ে ট্রেড সেন্টারের সামনে সড়ক দ্বীপের রেলিংয়ে উঠিয়ে দেন। এতে রাস্তার বিপরীত পাশে থাকা রিকশা ও মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী শুককুর মাহমুদ বাবুল। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তুষার (৩৫) নামে একজন মারা যান। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন।
আজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘শ্রাবণ পরিবহনের দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ওয়ারি থানা এলাকায় একজন পুলিশ সদস্যকে চাপা দেন বাসটির মূল চালক। তাঁরা রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে রাস্তা থেকে গাড়ি সরাতে গিয়ে আবারও দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের আসনে ছিলেন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই এমদাদুল হক। ঘটনার পর তিনি পল্টন থানা হেফাজতে ছিলেন। পরে নিহত তুষারের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করায় এমদাদকে আদালতে পাঠানো হয়েছে।’
কনস্টেবলকে চাপা দেওয়ার ঘটনায় শ্রাবণ পরিবহনের মূল চালকের পরিচয় জানা গেছে কি-না জানতে চাইলে ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘প্রথম ঘটনাটি ওয়ারি থানার আওতায় পড়েছে। এ বিষয়টি তাঁরা দেখবেন।’
পুলিশ সদস্যকে চাপা দেওয়ার ঘটনায় কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে ওয়ারি থানার ওসি কবির হাওলাদার বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তিনি যদি অভিযোগ দেন তখন বিষয়টি তদন্ত করা হবে।’
এ দিকে রাজধানীর বনানীতে গভীর রাতে পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে চলে যান। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতের গাড়িটি এসে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ ঘটনায় গাড়ির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাড়িটিও জব্দ করা হয়নি। দুর্ঘটনার পরে যার গাড়ি তিনি নিয়ে চলে গেছেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।’
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ও এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমদাদ ওই সময় বাসটির চালকের আসনে ছিলেন।
ঘটনার পরপর তাঁকে হেফাজতে নেয় পল্টন থানা। আজ শুক্রবার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন নিহত তুষারের বাবা কামাল হোসেন। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে শ্রাবণ পরিবহনের একটি গাড়ি ওয়ারি থানার এক পুলিশ সদস্যকে চাপা দেয়। বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনার পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এএসআই ইমদাদুল হক গাড়িটি চালিয়ে রাস্তা থেকে সরাতে গিয়ে ট্রেড সেন্টারের সামনে সড়ক দ্বীপের রেলিংয়ে উঠিয়ে দেন। এতে রাস্তার বিপরীত পাশে থাকা রিকশা ও মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী শুককুর মাহমুদ বাবুল। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তুষার (৩৫) নামে একজন মারা যান। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন।
আজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘শ্রাবণ পরিবহনের দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ওয়ারি থানা এলাকায় একজন পুলিশ সদস্যকে চাপা দেন বাসটির মূল চালক। তাঁরা রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে রাস্তা থেকে গাড়ি সরাতে গিয়ে আবারও দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের আসনে ছিলেন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই এমদাদুল হক। ঘটনার পর তিনি পল্টন থানা হেফাজতে ছিলেন। পরে নিহত তুষারের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করায় এমদাদকে আদালতে পাঠানো হয়েছে।’
কনস্টেবলকে চাপা দেওয়ার ঘটনায় শ্রাবণ পরিবহনের মূল চালকের পরিচয় জানা গেছে কি-না জানতে চাইলে ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘প্রথম ঘটনাটি ওয়ারি থানার আওতায় পড়েছে। এ বিষয়টি তাঁরা দেখবেন।’
পুলিশ সদস্যকে চাপা দেওয়ার ঘটনায় কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে ওয়ারি থানার ওসি কবির হাওলাদার বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তিনি যদি অভিযোগ দেন তখন বিষয়টি তদন্ত করা হবে।’
এ দিকে রাজধানীর বনানীতে গভীর রাতে পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে চলে যান। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতের গাড়িটি এসে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ ঘটনায় গাড়ির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাড়িটিও জব্দ করা হয়নি। দুর্ঘটনার পরে যার গাড়ি তিনি নিয়ে চলে গেছেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।’
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগেসাভারের আশুলিয়ায় দাফনের প্রায় ৬ মাস পর চারটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশনায় আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করা হয়।
১৯ মিনিট আগেশিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্
৩১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে