Ajker Patrika

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০: ২৯
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই পথেই গতকাল বুধবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে চারটি ফেরি আটকে পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলে, গতকাল বুধবার সন্ধ্যা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এ কারণে চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। তাই ১১টা ৫০ মিনিটের দিকে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই কারণে রাত ৩টা ১০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে দুই নৌপথেই দুটি করে ফেরি মাঝনদীতে আটকে রয়েছে।

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে এবং ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত