Ajker Patrika

গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলায় এবং চব্বিশের গণ আন্দোলনে নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই শিশুদের পরিবারের প্রতি তিনি সহমর্মিতা জানান।

গাজা এবং চব্বিশের গণ-আন্দোলনে নিহত শিশুদের স্মরণ করে উপদেষ্টা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করছে। পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।

অনুষ্ঠানে উপদেষ্টা মন্ত্রণালয়ের সব উন্নয়নকাজের লক্ষ্য অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

জুলাই ফাউন্ডেশনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে নাগরিক কমিটির পিংকি কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত