Ajker Patrika

নিখোঁজের এক দিন পর ইছামতীতে মিলল স্কুলছাত্রের লাশ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬: ২৭
নিখোঁজের এক দিন পর ইছামতীতে মিলল স্কুলছাত্রের লাশ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে ডুবে নিখোঁজের এক দিন পর জামিল আহমেদ শুভন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরির দল। 

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ইছামতী নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ওই স্কুলছাত্র উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের ইছামতী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। 

মৃত জামিল রাজধানীর চকবাজার থানার বকশীবাজার এলাকার জামাল উদ্দিনের ছেলে। সে বকশীবাজারের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, গতকাল জামিল আহমেদ দুই ভাই-বোন ও তিন বন্ধুসহ কামারকান্দা গ্রামে ফুফু ফারজানা বেগমের বাড়ি বেড়াতে আসে। বিকেল ৪টার দিকে সবাই বাড়ির পাশে ইছামতী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় জামিল পানিতে তলিয়ে যায়। আজ সকালে ডুবুরি দলের চেষ্টায় লাশ উদ্ধার করা হয়। 

নাসির উদ্দিন আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত