Ajker Patrika

গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলে নিহত 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলে নিহত 

গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও তাঁর শোয়াইব (২)। তাঁদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। আহতরা হলেন-আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)। 

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, আবুল হাসান বৃহস্পতিবার ভোরে নিজে মাইক্রোবাসটি চালিয়ে শরিয়তপুরে মামার বাড়ি যাওয়ার উদ্দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে রওনা দেন। পথে দক্ষিণখান এলাকায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫-২০ হাত দূরে রেলপথের পাশে গিয়ে পড়ে। 

এতে আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬) আহত এবং তার স্ত্রী মিতু ও শিশু পুত্র শোয়াইব নিহত হন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আহত আবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল। এ জন্য মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলাম। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।’
 
ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন বলেন, ‘ঘনকুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিক থেকে ধাক্কা দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত