Ajker Patrika

মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী বাসায় ফিরেছেন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ১৭
মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী বাসায় ফিরেছেন

নিখোঁজের চার দিন পর স্বেচ্ছায় ফিরে এসেছেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির রিস্তার (২৮)। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর এক বন্ধুর বাসায় ফিরে আসেন রিস্তার। পরে খবর পেয়ে সেখান থেকে তাঁর মা রাশিদা আক্তার সাহান তাঁকে আজিমপুরের বাসায় নিয়ে যান। 

এর আগে গত রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রিস্তার ডিউটি শেষ করে মোবাইল, ল্যাপটপ রেখে অফিস থেকে বের হন। এরপর তিনি বাসায় ফেরেননি। তাঁর খোঁজও পাওয়া যায়নি। এ ঘটনায় ডিএমপির তুরাগ থানায় গত সোমবার সকালে রিস্তারের মা রাশিদা একটি জিডি করেন। 

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার (এসআই) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হওয়া প্রকৌশলী শাহরিয়ার নিজেই রোববার বিকেলে মোহাম্মদপুরের তাঁর এক বন্ধুর বাড়িতে যান। তিনি সুস্থ আছেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।’ 

নিখোঁজ থাকার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে সাদি নিয়ে তাঁর পারিবারিক সমস্যা ছিল। যে কারণে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই কাউকে কিছু না বলেই নিখোঁজ হন তিনি।’ 

অপরদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৌশলী রিস্তার মানসিক সমস্যায় ভুগতেছিল। পরে সে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার স্বেচ্ছায় চলে আসে।’ 

তিনি বলেন, ‘তার পরিবারে বিয়ে সাদি নিয়ে কিছু সমস্যা ছিল। যে কারণেই মানসিক সমস্যায় ভুগছিল। মূলত পারিবারিক কারণেই সে আত্মগোপনে ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত