Ajker Patrika

১০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উত্তরার আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মানিক মিয়া ও মোছা কানিজ ফাতেমা লিপি। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুরের গ্রিন লাইন পরিবহন কাউন্টারের সামনে রাস্তার ওপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে  অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে সেখান থেকে মানিক ও ফাতেমাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।’ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা বিক্রয়ের জন্য সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত